ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বেইলি রোড ট্র্যাজেডি: বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
বেইলি রোড ট্র্যাজেডি: বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন

গতকাল রাতে বেইলি রোডে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৬ জন।

ওই ঘটনার শোকে ছেয়ে গেছে পুরো দেশ।  

এর মধ্যেই আজ বিকেলে হবে বিপিএল ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ফাইনালের আগে বেইলি রোড ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে। ৬টা ২০ থেকে এক মিনিট এই মৌনতা পালন করা হবে।  

এদিকে বেইলি রোডের ওই ঘটনায় নিহতদের জন্য শোক জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগা ভবনটির একটি ছবি শেয়ার করেছেন মুশফিক।

একই সঙ্গে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম এবং জুমা মোবারক আপনাদের সবাইকে। আসুন আমরা তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি, যারা গতকাল দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের সময় প্রাণ হারিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ’

তামিম ইকবাল লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বদলানো উচিত, নয়তো কোনো কিছু পরিবর্তন হবে না। ’

সাকিব আল হাসান একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বেইলি রোডের ট্রাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন তারা ও তাদের পরিবারের জন্য আমি শোকাহত এবং দোয়া করছি। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।