ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

এক মিনিট নীরব থাকলো শের-ই-বাংলা স্টেডিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এক মিনিট নীরব থাকলো শের-ই-বাংলা স্টেডিয়াম

শুরু হয়েছে বিপিএল ফাইনাল। এর প্রস্তুতিও ছিল সমর্থকদের।

কিন্তু হঠাৎই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নীরবতা। আগের দিন রাতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন অন্তত ৪৬ জন। তাদের প্রতি শোক জানিয়ে বিপিএল ফাইনালের আগে ওই নীরবতা পালন করা হয়।  

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ফরচুন বরিশালের ফাইনালের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই নীরবতা পালন করেন। দর্শকভর্তি গ্যালারিও তখন নিরব হয়ে যায়। একই সঙ্গে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বার্তায় তারা জানায়, বেইলি রোডের অগ্নিকাণ্ডে অপূরণীয় ক্ষতি জীবন হারানোর ঘটনায় বিসিবি দুঃখ প্রকাশ করছে। আক্রান্ত পরিবারদের জন্যও তারা সমবেদনা জানায়।

একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছে বিসিবি। আক্রান্তদের উদ্ধারে কাজ করাদের জন্যও সংহতি জানিয়েছে বিসিবি। তাদের প্রতি নিজের সমর্থনের কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।