ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাভারের দুর্ঘটনায় স্থগিত প্রিমিয়ার লিগের দুই ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
সাভারের দুর্ঘটনায় স্থগিত প্রিমিয়ার লিগের দুই ম্যাচ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ৩টি ম্যাচ আজ মাঠে গড়ানোর কথা ছিল। ফতুল্লায় মোহামেডান-আবাহনীর ম্যাচটি শুরু হয়েছেও।

কিন্তু বিকেএসপির ম্যাচ দুটি বাতিল স্থগিত করা হয়েছে।  

আজ বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল। আরেক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

জানা গেছে, খেলার জন্য যথাসময়েই ঢাকা থেকে রওয়ানা করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ভোর সাড়ে পাঁচটায় তেলবাহী একটি লরি উল্টে আগুন ধরে যায়। আগুনে আশপাশে থাকা আরও চারটি গাড়িও পুড়ে যায়। এ ঘটনায় হেমায়েতপুর থেকে দীর্ঘ জ্যাম শুরু হয়েছে।

জ্যামের কারণে ম্যাচ শুরুর সময় পেরিয়ে গেলে অফিশিয়ালরা ম্যাচ দুটি স্থগিত করেন। ফলে সেখান থেকেই ঢাকায় ফিরে আসেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচ দুটি হবে রিজার্ভ ডে'তে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।