ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল জিতলে বিপদ হতে পারতো বাংলাদেশের। কিন্তু মাত্র ১ রানে হেরে সাকিব-শান্তদের কাজ সহজ করে দিয়েছে নেপালিরা।

 

'ডি' গ্রুপ থেকে সুপার এইটে যেতে হলে এই নেপালকে হারালেই চলবে বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে শেষ আটে। কারণ পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পাবে বাংলাদেশ। তাতে তাদের মোট পয়েন্ট হবে ৫। নেদারল্যান্ডস যদি নিজেদের শেষ ম্যাচে জিতেও যায়, তাহলেও ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে তাদের।  

তবে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে রানরেটের হিসাব সামনে আসবে। তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দলেরই পয়েন্ট হবে সমান ৪। রানরেট কম থাকলে বাদ পড়বে বাংলাদেশ। নেট রানরেটের দিক থেকে বাংলাদেশ (+৪৭৮) এখন পর্যন্ত নেদারল্যান্ডসের (-০.৪০৮) চেয়ে অনেক এগিয়ে।  

এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা আটের লড়াইয়ে ছয় দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি আছে দুই দল। দৌড়ে আছে চার দল। বাংলাদেশ, নেদারল্যান্ডস ছাড়াও আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এদের মধ্যে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের মধ্যে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘প্রথম’ গ্রুপে। যেখানে তাদের সাথে থাকবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ কোয়ালিফাই করলে এই গ্রুপে পড়বে।  

ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘দ্বিতীয়’গ্রুপে। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।