ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের সেমিফাইনাল খেলার সমীকরণ কী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বাংলাদেশের সেমিফাইনাল খেলার সমীকরণ কী

সুপার এইটের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছে বাংলাদেশ। তবুও শেষটিতে এসেও টিকে আছে সেমিফাইনাল খেলার সম্ভাবনা।

এমনকি প্রথম ইনিংস পর অসম্ভবও মনে হচ্ছে না তেমন কিছু। ১২ ওভার ১ বলে বাংলাদেশকে করতে হবে ১১৬ রান।  

আর্নোস ভ্যালেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‍সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানরা। গ্রুপ ওয়ানে থাকা চার দলের তিনটিরই এখনও সেমিতে উঠার সম্ভাবনা আছে।  

আফগানিস্তানকে ১২ ওভার ১ বলে হারাতে হবে বাংলাদেশকে। তাদের সামনে সুযোগ থাকছে এর মধ্যে না পারলেও। সেক্ষেত্রে ১২ ওভার ৩ বলে স্কোরটা সমান করে বাউন্ডারি হাঁকাতে হবে। স্কোর সমান থাকার পর ছক্কা হাঁকালেও চলবে ১২ ওভার ৫ বল অবধি।

এই সমীকরণ মেলাতে না পারলে বাংলাদেশের সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে। তবে তাদের যেকোনো ব্যবধানের জয় শেষ চারে নিয়ে যাবে অস্ট্রেলিয়াকে। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে বা জয় পেলে আফগানিস্তান চলে যাবে সেমিতে। এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের।  

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।