সুপার এইটের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছে বাংলাদেশ। তবুও শেষটিতে এসেও টিকে আছে সেমিফাইনাল খেলার সম্ভাবনা।
আর্নোস ভ্যালেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানরা। গ্রুপ ওয়ানে থাকা চার দলের তিনটিরই এখনও সেমিতে উঠার সম্ভাবনা আছে।
আফগানিস্তানকে ১২ ওভার ১ বলে হারাতে হবে বাংলাদেশকে। তাদের সামনে সুযোগ থাকছে এর মধ্যে না পারলেও। সেক্ষেত্রে ১২ ওভার ৩ বলে স্কোরটা সমান করে বাউন্ডারি হাঁকাতে হবে। স্কোর সমান থাকার পর ছক্কা হাঁকালেও চলবে ১২ ওভার ৫ বল অবধি।
এই সমীকরণ মেলাতে না পারলে বাংলাদেশের সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে। তবে তাদের যেকোনো ব্যবধানের জয় শেষ চারে নিয়ে যাবে অস্ট্রেলিয়াকে। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে বা জয় পেলে আফগানিস্তান চলে যাবে সেমিতে। এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এমএইচবি