ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরান ঝড়ে দ. আফ্রিকাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
পুরান ঝড়ে দ. আফ্রিকাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ত্রিস্তান স্টাবসের দুর্দান্ত এক ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম তিন ব্যাটারের ব্যাটে ভর করেই তা পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

বিশেষ করে নিকোলাস পুরানের ব্যাটে দেখা মিললো ঝড়ের।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে তাদের সামনে ১৭৫ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন না নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়। যার প্রভাব পড়ে তাদের ব্যাটিংয়েও। প্রথম তিন ব্যাটার ফিরেছেন ব্যর্থ হয়ে। তবে চারে নামা স্টাবস একপ্রান্ত আগলে ঝড় তুলে গেছেন। তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৭৬ রানের ইনিংস, যা ৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়া শেষদিকে ৩২ বলে ৪৪ রানের মান বাঁচানো ইনিংস খেলেন প্যাট্রিক ক্রুগের।  

জবাবে শুরুটাই দারুণ হয় ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার অলিক আথানাজে করেন ৩০ বলে ৪০ রান। আরেক ওপেনার শাই হোপ খেলেন ৩৬ বলে ৫১ রানের ইনিংস। তাদের ওপেনিং জুটিতে আসে ৮৪ রান। দুজনেই ২টি করে চার ও ৩টি করে ছক্কা হাঁকান। আথানাজে বিদায় নিলে ক্রিজে আসেন পুরান। ২৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে রীতিমতো ঝড় তোলেন তিনি। ২৬ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার। দল জিতিয়েই মাঠ ছাড়েন পুরান।  

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৪/৭ (স্টাবস ৭৬, ক্রুগের ৪৪; ম্যাথিউ ফোর্ডে ২৭/৩, শামার জোসেস্ফ (৪০/২)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭.৫ ওভারে ১৭৬/৩ (পুরান ৬৫, হোপ ৫১, আথানাজে ৪০; বার্টম্যান ৩০/২)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।