ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের জন্য ম্যাচসেরার পুরস্কারের টাকা দেবেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বন্যার্তদের জন্য ম্যাচসেরার পুরস্কারের টাকা দেবেন মুশফিক

পাকিস্তানের রাউয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম।

নিজের পুরস্কারের টাকা বাংলাদেশে বন্যার্তদের সাহায্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।  

এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৪১ বলে ১৯১ রান করে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক। এ জন্য তিনি পান ম্যাচসেরার পুরস্কার। মঞ্চেই প্রশ্ন-উত্তর পর্বের শেষে পুরস্কারের টাকা সাম্প্রতিক সময়ে বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দেন মুশফিক।  

এর আগে তিনি কথা বলেন নিজেদের প্রস্তুতি নিয়েও। বাংলাদেশ দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত, তখন চট্টগ্রামে ক্যাম্প করেন লাল বলের ক্রিকেটাররা। সেখানে নিজেদের ভেতর ভাগ হয়ে ম্যাচ খেলেন। পরে পাকিস্তানেও ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলেন তারা। জয়ের পেছনে এসব কাজে এসেছে বলে জানান মুশফিক।  

তিনি বলেন, ‘আমার জীবনে এটি অন্যতম সেরা জয় কারণ দেশের বাইরে আমরা খুব বেশি ভালো করিনি। প্রতিটি খেলোয়াড় পাকিস্তানে ও দেশেও ভালো প্রস্তুতি নিয়েছে। টেস্ট সিরিজের আগে দুই মাস বিরতি ছিল। বাংলা টাইগার্স ক্যাম্পে খেলোয়াড়রা ও ম্যানেজম্যান্ট ছিল। সাদা বলের ক্রিকেটাররা তখন বিশ্বকাপে খেলছিল। ’ 

‘আমি কোচিং স্টাফ ও ম্যানেজম্যান্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। যখন আমি এই ছেলেদের সঙ্গে খেলি, এটা আমাদের জন্য একটা বিলাসিতা; আমি চেষ্টা করি সেরাটা দেওয়ার। দেশের হয়ে ভালো কিছু করাটাই আমাকে অনুপ্রাণিত করে। ’

বাংলাদেশ সময় : ১৬২৪ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।