ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

গামিনিকে মিরপুর থেকে সরিয়ে অন্য মাঠে কাজে লাগাতে চায় বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
গামিনিকে মিরপুর থেকে সরিয়ে অন্য মাঠে কাজে লাগাতে চায় বিসিবি

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভা। নানা সময়ই আলোচনায় আসেন তিনি।

বেশির ভাগ সময়ই নেতিবাচক কারণে। মিরপুরের বাজে উইকেটের জন্য দায়ী করা হয় তাকে।  

এর মধ্যে খবর, মিরপুরের মাঠকর্মীরা তার প্রতি ক্ষোভ জানিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর সেটি সামাল দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন ছুটি থাকলেও আবার কাজে ফিরেছেন গামিনি। তাকে কি রেখেই দেবে বিসিবি?

উত্তরে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘গামিনির কথা আসছে। গামিনির ব্যাপারটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস। আপনার যেরকম প্রশ্ন আছে, আমারও আছে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কী, আমরা যখন হোম সিরিজ খেলি; নির্দিষ্ট করে কোনোটা না বলি। সবগুলো ম্যাচ। বাংলাদেশ যখন বিদেশি দলের সঙ্গে খেলছে, এখানে শুধু গামিনি জড়িত না। ’ 

‘হেড কোচ বা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, আমি যখন প্রধান নির্বাচক ছিলাম; চেষ্টা করতাম হোম অ্যাডভান্টেজ নেওয়া যায় কি না। এরকম ক্ষেত্রেও যদি কেউ কিন্তু স্লো উইকেট চায়, বাউন্সি উইকেট চায়। তার জন্য সবকিছু করা সম্ভব না। ’ 

এরপর গামিনির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘এটা বলার পরও বলছি। গামিনি আমাদের কিউরেটর, আমাদের আরও মাঠ আছে; ওগুলোতে সে কাজ করতে পারে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। যেহেতু তাকে বলা যাবে না, এত স্লো উইকেট কেন, লো বাউন্সির উইকেট কেন বা এত ঘাস কেন। এটা কিন্তু ট্যুর বাই ট্যুর বেসিসে নির্ভর করে। ’ 

বিসিবির সঙ্গে ২০২৫ সালের জুন অবধি চুক্তি আছে বিসিবির। এই অবধি তাকে রেখে দেওয়ার ইঙ্গিতই দিয়েছেন বিসিবি প্রধান। নতুন করে কিউরেটর তৈরি করার ব্যাপারেও পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ফারুক। গামিনিকে কেন বাদ দেওয়া হচ্ছে না এটি জানতে চাওয়া হয় তার কাছে।

উত্তরে বলেন, ‘কারণ তো আসলে, সবসময় যে গামিনি উইকেট বানাতে পারে না তা না। গামিনি যেমন ওই যে কিছু কোচের চাওয়া, অপারেশন্সের চাওয়া, বোর্ড থেকে চাওয়া এটা একটা কোনো সময় মনে হবে। আর ওর তো চুক্তি আছে '২৫ পর্যন্ত। ওকে বরখাস্ত করা যায়, খুব কঠিন কাজ না। আরেকজন হেমিং এসেছিলেন, চলে গেছেন। ’ 

‘আমাদের গ্রাউন্ডসের চেয়ারম্যান মাহবুব ভাই বললেন যে এর আগেও দুজন ভারতীয় এসেছিলেন; তাদের একজনের স্ত্রী মারা গেছে, আরেকজন হয়তো এমনিতেই চলে গেছে। চাইলেই যে সবসময় পাওয়া যাবে...একটা প্রশ্ন করতে পারেন, আগের কিউরেটরদের সঙ্গে যোগাযোগ করতে পারি কি না। ’ 
 
‘কিউরেটররা কেন আসবে কাজে। আমাদের তো অনেক গ্রাউন্ডস স্টাফ আছে কিন্তু কিউরেটর যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি নাই। এই পোস্টটাকে যেন লুকরেটিভ করতে পারি, এই ব্যাপারে আলোচনা হয়েছে। দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্সের স্টুডেন্ট বা এসবে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি উন্নতি করবে; এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময় : ২২৩২ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।