বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য স্বপ্নের প্রকল্প ছিল পূর্বাচলের স্টেডিয়াম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এটি হওয়ার কথা ছিল নৌকার আদলে।
এরপর বিসিবিতেও এসেছে পরিবর্তন। গত বৃহস্পতিবার শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিলের কথা জানান নতুন সভাপতি ফারুক আহমেদ। শনিবার পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জায়গা দেখতে যান তিনি।
এরপর সাংবাদিকদের ফারুক বলেন, ‘এখন আমরা এটাকে যত দ্রুত মাঠের শেপ দিতে পারি, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, এটা যুক্ত হবে। আমরা সব ধাপে ধাপে যাব। ’
‘দুটো মাঠের এখানে অনুমতি ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা প্রদান করতে পারব না। সেজন্য এখানে আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা চেষ্টা করব আর কী। আপনারা শিগগিরই দেখতে পারবেন মাঠের কাজ শুরু করব। ’
২০৩১ সালের বিশ্বকাপের আগে একটি স্টেডিয়ামের দরকারের কথা শোনা যাচ্ছে। ফারুক বলছেন, বছরখানেক পর বিসিবির নির্বাচন। এর মাধ্যমে আসা নির্বাচিত কমিটিই স্টেডিয়ামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
স্টেডিয়ামের নাম সাবেক প্রধানমন্ত্রীর নামে থাকবে কি না জানতে চাইলে ফারুক বলেন, ‘এটা ক্রিকেট বোর্ডে... এটা ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে। ’
পূর্বাচলের স্টেডিয়ামের জন্য ইতোমধ্যেই অনেক টাকা বিনিয়োগ করেছে বিসিবি। পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে অস্ট্রেলিয়ার পপুলাসকে নিয়োগ দিয়েছে তারা। তাদের পরামর্শেই কি হবে মাঠ?
উত্তরে ফারুক বলেন, ‘আমাদের তো অলরেডি একটা পরামর্শে বিনিয়োগ হয়ে গেছে। ওটাকে ধরে, বড় কোনো পরিবর্তন না করে, কেননা হয় কী আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমত মাঠ, ড্রেসিংরুম তৈরি করবেন। ওদের যে পরিকল্পনা ছিল...চেষ্টা করব। ওদের যে প্ল্যান ছিল, আমি দেখিনি। আসলে কথাটা বলা ঠিক হবে না। তারপরও যতটুকু সাধারণ জ্ঞানে বোঝা যায়, ওই পরামর্শ অনুযায়ী মাঠটা করব। ’
বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এমএইচবি/এএইচএস