ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪৯২ রানের ম্যাচে ৪২ ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
৪৯২ রানের ম্যাচে ৪২ ছক্কার রেকর্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে রানবন্যার দেখা মিলছে নিয়মিতই। এবার আসরের সপ্তম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের মধ্যকার লড়াইয়ে হলো ছক্কার রেকর্ড।

৪৯২ রানের এই ম্যাচে ৪২টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। যা স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ।

শিমরন হেটমায়ার অবশ্য বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছেন। গায়ানার এই ব্যাটার ৩৯ বলে শুধুমাত্র ১১ ছক্কায় খেলেন ৯১ রানের বিধ্বংসী ইনিংস। টি-টোয়েন্টি ইতিহাসে ব্যক্তিগত ইনিংসে কোনো চার ছাড়া এত ছক্কা মারতে পারেননি আর কোনো ব্যাটার।  

এর আগের রেকর্ডটি  ছিল রিকি ওয়েসেলসের। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ারের বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে ১৮ বলে ৯ ছক্কায় ৫৫ রান করেন তিনি।  

ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৬ রান করে গায়ানা। ২০ ওভারের ইনিংসে সবমিলিয়ে ২৩টি ছক্কা মারে দলটি। জবাব দিতে নেমে সেন্ট কিটস অ্যান্ড নেভিসও কম যায়নি। অধিনায়ক আন্দ্রে ফ্লেচারের (৮১) ব্যাটে জয়ের স্বপ্নই দেখছিল তারা। কিন্তু ২ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় ২২৬ রানে। তাদের ইনিংস থেকে আসে ১৯ ছক্কা।

টি-টোয়েন্টিতে এর আগে ৪২ ছক্কা দেখা গেছে গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।