ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ইমপ্যাক্ট’ রাখতে সারেতে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
‘ইমপ্যাক্ট’ রাখতে সারেতে যোগ দিয়েছেন সাকিব

পাকিস্তান সিরিজের পর আর দেশে ফিরেননি সাকিব আল হাসান। চলে গেছেন যুক্তরাজ্যে।

সেখানে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলবেন তিনি। এরপর অবশ্য যোগ দেবেন ভারত সফরের বাংলাদেশ দলে।

এক ম্যাচের জন্য হলেও সাকিব এখানে নিজের ইমপ্যাক্ট রেখে যেতে চান। তিনি বলেন, ‘সারে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব। এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসেছি ইমপ্যাক্ট রাখতে এবং দলকে লক্ষ্যপূরণে সাহায্য করতে চাই। ’

সাকিবকে পাওয়া নিয়ে সারের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেন, 'যখন সাকিবের মানের একজন খেলোয়াড়কে পাওয়ার সুযোগ থাকে, তখন ক্লাবের জন্য সিদ্ধান্তটি সহজ ছিল। আমরা জানতাম, মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব। '

'সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল বয়ে আনবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা। '

এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। সমারসেটের বিপক্ষে সারের ম্যাচটি শুরু হচ্ছে আজ থেকেই। ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে শীর্ষে রয়েছে সারে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।