ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। রাউয়ালপিন্ডিতে প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট জয়ই ছিল না বাংলাদেশের।

এমন অর্জনের পরপরই ফোন করে ক্রিকেটারদের অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ওই সাক্ষাৎ হতে যাচ্ছে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।  

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়ে ইউনূস বলেছিলেন, ‘‘আমার ও সরকারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। ’

বাংলাদেশের ক্রিকেটারদের সূচি অবশ্য ব্যস্তই। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।