ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের বদলে কেন জাকের আলী, জানাল বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
শরিফুলের বদলে কেন জাকের আলী, জানাল বিসিবি

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।

এরপরও গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।  

এই সিরিজে একটিই পরিবর্তন আনা হয়েছে। পেসার শরিফুল ইসলামের জায়গা নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। কুঁচকির চোটে অবশ্য পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টেও খেলেননি শরিফুল। ভারতের বিপক্ষেও কি একই কারণে নেই?

উত্তরে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘শরিফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। (পাকিস্তানে) দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল। যে কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ছিল না। তারপর সেই প্রক্রিয়ায় ওকে ফলো-আপে রাখা হয়েছে। ফিজিও-ট্রেনাররা তার দেখভাল করছেন। তাকে টেস্টের জন্য শতভাগ ফিট বলব না। কারণ টেস্টে ১৫-২০ ওভার বোলিং দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি খেলাও আছে। ওই সংস্করণেও শরিফুল আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ’

‘সেই জায়গা থেকে ও যেহেতু শতভাগ ফিট নয়, তাই আমরা ঝুঁকির জায়গায় যেতে যাচ্ছি না। কারণ আমাদের টেস্ট দলে এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েকজন তৈরি করতে পেরেছি। যারা ফিট আছে। তাই আমরা শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলে সে টি-টোয়েন্টি দলে আসবে। ’

বাংলাদেশের একাদশে খেলেন আট ব্যাটার। এরপর নেওয়া হয়েছে আরও একজনকে। পেসারের বদলে ব্যাটসম্যান কেন? এমন প্রশ্নও রাখা হয়েছিল হান্নানের কাছে। উত্তরে প্রতিপক্ষ ও উইকেটের কথা বলেছেন তিনি।  

হান্নান বলেন, ‘জাকের আলি অনিকের বিষয়টা... আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। এবার আমরা একজন পেসার কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল-অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ান দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। তাই ব্যাটসম্যান বাড়িয়েছি। ’

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেন জাকের আলি। ওই পুরস্কার হিসেবেই তিনি সুযোগ পেলেন দলে। তবে হান্নান বলছেন, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও জাকের পরীক্ষিত পারফর্মার।  

তিনি বলেন, ‘আমাদের সবগুলো পরিকল্পনায় (শাহাদাত হোসেন) দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যে ম্যাচগুলো খেলেছে তখন সাকিব বা মুশফিকের কেউ একজন সবসময় ছিল না। কেউ একজন অনুপস্থিত ছিল, তখন ম্যাচগুলোতে দীপু সুযোগ পেয়েছে এবং খারাপ-ভালো মিলিয়েই খেলেছে। আমি বলব না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। ’

‘সাম্প্রতিক পারফরম্যান্সটা আমরা এদিকে বিবেচনায় নিয়েছি। দীপু অস্ট্রেলিয়া গিয়েছে, পাকিস্তান গিয়েছে। দুইটা করে চার দিনের ম্যাচ খেলেছে। খুব ছন্দে নেই। একজন ক্রিকেটার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবে, তার ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দীপু আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার। এনসিএল শুরু হচ্ছে, সে সেটার জন্য তৈরি হচ্ছে। দীপু খুব কাছ থেকেই আমাদের পরিকল্পনায় রয়েছে। ’

জাকেরর ঘরোয়া পারফরম্যান্সের কথা জানিয়ে হান্নাস বলেন, ‘পাশাপাশি জাকেরের যে বিষয়টা, জাকের কিন্তু... তার রেকর্ড যদি দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্শনে রেকর্ডগুলো যদি দেখেন, একটা আইডিয়া হয়তো পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্শনের জন্য খুব কার্যকর ক্রিকেটার হতে পারে। দুর্ভাগ্যবশত চোট্রে কারণে হয়তো আরও আগে অভিষেক বা সুযোগ থাকলেও হয়তো হয়নি। বা দলে আসার সুযোগ থাকার পরও পারেনি। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।