পাকিস্তানকে তাদের মাটিতেই ধবলধোলাই করার পর থেকে বাংলাদেশ দলকে নিয়ে বেশ হইচই পড়ে গেছে ভারতের ক্রিকেটমহলে। সেদেশের সাবেক শীর্ষ ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও ক্রিকেটবিদরা রীতিমতো 'লুঙ্গি কাছা মেরে' নেমেছেন বাংলাদেশ দলের ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করতে।
বাংলাদেশের টেস্ট দল নিয়ে আগে কখনো এতটা ভাবতে হয়নি ভারতকে। নিজেদের মাটিতে হতে যাওয়া দুই টেস্টের সিরিজটি যে তাদের হাতেই যাবে, সে ব্যাপারেও হয়তো অনেকটা নিশ্চিতই ছিলেন কোহলি-রোহিতরা। কিন্তু পাকিস্তান সিরিজ সব হিসাব বদলে দিয়েছে। বাংলাদেশের টেস্ট দল তুলনায় বেশ এগিয়ে থাকা পাকিস্তান দলকে তাদের মাটিতেই হারিয়ে এসেছে। দুটিই দাপুটে জয়। টাইগারদের পেস আক্রমণও আগের তুলনায় বেশ গোছানো।
সবমিলিয়ে ভারতের জন্য এবারের বাংলাদেশ দলটির আত্মবিশ্বাস বড় ভাবনার বিষয়ে পরিণত হয়েছে। যে কারণে উত্তরসূরিদের সতর্ক করতে আসরে নামতে হয়েছে খোদ সুনীল গাভাস্কারকেও।
ভারতীয় দৈনিক মিড ডের এক কলামে এই কিংবদন্তি ব্যাটার লিখেছেন, ‘পাকিস্তানকে তাদের মাটিতে উভয় টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে দিয়েছে তাদের গোনায় ধরতে হবে। এমনকি ২ বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখনও তারা কঠিন লড়াই উপহার দিয়েছিল। পাকিস্তানের মাটিতে সিরিজ জয় ভারতে লড়াই জমাতে তাদের সহায়তা করবে। ’
বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে গাভাস্কার লিখেছেন, ‘তাদের দুর্দান্ত কয়েকজন খেলোয়াড় আছে। নতুন কয়েকজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার এসেছে, যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকেই প্রতিপক্ষকে দেখে ভয় পায় না। এখন তাদের প্রতিপক্ষরা জানে, দলটি এক মুহূর্তের জন্যও ছেড়ে কথা বলে না। পাকিস্তান কিন্তু এটা টের পেয়েছে। আমি নিশ্চিত, এটা বেশ উপভোগ্য সিরিজ হতে যাচ্ছে। ’
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে দুই টেস্টের সিরিজ শুরু হবে। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে অতীতের মাপকাঠিতে না মাপার ব্যাপারে উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন গাভাস্কার।
এর আগে ভারতের শীর্ষ ধারাভাষ্যকার ও খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেছেন। এখনকার দলটিকে তার দেখা সাম্প্রতিক সময়ের সেরা বাংলাদেশ দল হিসেবে বর্ণনা করেছেন তিনি।
তবে গাভাস্কার ও হার্শা সতর্ক করলেও সৌরভ গাঙ্গুলি ও দীনেশ কার্তিকের মতে, ভারতের মাটিতে পারবে না বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমএইচএম