ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার

আগামী বিপিএলে নতুন রূপে আসছে রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতায় ফ্র্যাঞ্চাইজিটি এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে।

আজ নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেইজে আর্থারকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আর্থারের ছবি দিয়ে তারা লিখেছে, 'রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!'

মিকি আর্থারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান।  

এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরা এবং ২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার।  

এবারের বিপিএলে তারকাসমৃদ্ধ দল গড়েছে রংপুর রাইডার্স। দলে আছেন- অ্যালেক্স হেলস, সৌম্য সরকার, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান, মাহেদী হাসান, খুশদিল শাহ, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, রেজাউর রহমান রাজা, কার্টিস ক্যাম্ফার, আকিভ জাভেদ, রকিবুল হাসান জুনিয়র, সাইফ হাসান, ইফতিখার আহমেদের মতো দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।