ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

চারশ’তে চোখ হাসানের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
চারশ’তে চোখ হাসানের

হাসান মাহমুদ কথা বলেন খুব মেপে মেপে। তবুও যেন একটা বড় স্বপ্নের কথাই শুনিয়ে দিলেন তিনি।

মিরপুর টেস্টে একদমই সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে স্রেফ ১০৬ রানে অলআউট হয়ে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকা নিয়েছে ২০২ রানের লিড।  

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০১ রান করেছে বাংলাদেশ, পিছিয়ে আছে ১০১ রানে। এ অবস্থায় দলের রান কত হলে একটা নিরাপদ অবস্থানে যাওয়া যাবে? উত্তরে হাসান বলেন, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইন শা আল্লাহ। ’ 

কিন্তু ২০০ রানের লক্ষ্যের জন্য বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৪০০ রান। প্রথম ইনিংসে স্রেফ ১০৬ রানে অলআউট হওয়া দল কি এমন কিছু করে দেখাতে পারবে? হাসান বলেন, ‘তিন সেশন ব্যাট করতে পারলে ৪০০র কাছাকাছি যেতে পারব বলে আমি মনে করি। ’ তিন সেশন খেলা সম্ভব কি না প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘সম্ভব। ’

তিন উইকেট হারিয়ে ফেলার পরও বাংলাদেশ আশা দেখছে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম জুটিতে। ৫০ বলে ৪২ রানের জুটিতে দলকে ভরসা যোগাচ্ছেন তাদের। এই জুটি নিয়ে আশাবাদী হাসান মাহমুদও।  

তিনি বলেন, ‘জয়-মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইন শা আল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব। ’

‘খারাপ লাগাটা স্বাভাবিক (যখন ব্যাটাররা রান করেন না)। তবে মন থেকে বিশ্বাস করি আমরা আবার একটা সময় ঘুরে দাঁড়াব। চিন্তা করি এর পরের দিন ভালো হবে। নিজেদের ব্যাটাররা ভালো খেলার আশা সবারই, স্কোর করব, সবাই মিলে একটা রান দাঁড় করাব। যেটাতে আমরা ম্যাচ জিততে পারব। এভাবে চিন্তা করে আগানো উচিত। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।