ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লিভিংস্টোনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সমতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
লিভিংস্টোনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সমতা

দলটাকে অনভিজ্ঞ বললে ভুল হবে না। সেই দলের নেতৃত্বের ভার ওঠে লিয়াম লিভিংস্টোনের কাঁধে।

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলেই ছিলেন না তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম ম্যাচে হারের পর তার সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ৫ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৮ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। সেই রান ১৫ বল হাতে রেখেই পাড়ি দেয় ইংল্যান্ড। ক্যারিবিয়ান অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

ইংল্যান্ডের জয়ের ভিতটা অবশ্য এনে দেন ফিল সল্ট। ৫৯ বলে ৮ চারে ৫৯ রান করেন ডানহাতি এই ওপেনার। এরপর জ্যাকব বেথেলকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েন লিভিংস্টোন। ৫৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৫ রানে বিদায় বেথেল।

লিভিংস্টোন অবশ্য হাল ছাড়েননি। পঞ্চম উইকেটে স্যাম কারানের সঙ্গে ১৪০ রানের জুটি গড়েন তিনি। একইসঙ্গে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। কারান ৫২ বলে ৫২ রান করে ফিরলেও ড্যান মুসলিকে নিয়ে জয় নিশ্চিত করেন ডানহাতি এই ব্যাটার। অপরাজিত থাকেন ৮৫ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলে।

ক্যারিবিয়ানদের হয়ে ম্যাথু ফোর্ড নেন সর্বোচ্চ ৩ উইকেট। এর আগে অধিনায়ক শেই হোপের ব্যাটে ভালোই সংগ্রহ পায় স্বাগতিকরা। ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নিয়ে ১২৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১১৭ রান করেন তিনি। এছাড়া ফিফটির দেখা পান কিসি কার্টি (৭১) ও শেরফান রাদারফোর্ড (৫৪)। কিন্তু দিনশেষে বিফলে যায় তা। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জন টার্নার ও আদিল রশিদ। একটি শিকার করেন লিভিংস্টোন।

এদিকে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এএইচএস
 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।