ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সালাউদ্দিনই সহকারী কোচ হচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
সালাউদ্দিনই সহকারী কোচ হচ্ছেন

মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সহকারী কোচ হবেন- এমন কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। কিন্তু কখনও বিসিবি, কখনও সালাউদ্দিনের অনাগ্রহে এটি এতদিন হয়নি।

তবে গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বিসিবিতেও পরিবর্তন আসে।  

এরপর থেকে কোচ হিসেবে সালাউদ্দিনের আসার গুঞ্জনও জোরালো হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সহকারী কোচ হিসেবে দেশের কাউকে নিচ্ছেন তারা। যদিও কারও নাম বলেননি তিনি।  

তবে সেটি হতে যাচ্ছেন সালাউদ্দিনই। মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসেছিলেন অভিজ্ঞ এই কোচ। এরপর তিনি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি সালাউদ্দিনকে সহকারী কোচ করা একরকম চূড়ান্ত। দুয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণাও আসবে।  

জাতীয় দলে অবশ্য নতুন নন সালাউদ্দিন। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার শিরোপা জিতিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।