ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় আগের দুটি টেস্টের স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশের। সাম্প্রতিক টেস্ট ফর্মও ভালো না।

এর মধ্যে অভিজ্ঞ দুই ক্রিকেটার ছিটকে গেছেন ইনজুরিতে। তাতে টেস্ট নেতৃত্বে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার কাছে অবশ্য উইকেট ভালোই মনে হয়েছে। তবে শুরুতে পেসারদের কাজে লাগাতে চান তিনি।  

বাংলাদেশের একাদশেও আছেন তিন পেসার। তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।  

জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি লিটন দাসের, পরে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তাকে ফেরানো হয়েছে একাদশে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর আবার সুযোগ পেয়েছেন শাহাদাৎ হোসেন দীপু।  

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুুমিনুল হক, শাহাদাৎ হোসেন দীপু, লিটন দাস, জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময় : ০৭৩৫ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।