ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে শক্ত অবস্থানে নিয়ে ছক্কার নতুন রেকর্ড জয়সওয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ভারতকে শক্ত অবস্থানে নিয়ে ছক্কার নতুন রেকর্ড জয়সওয়ালের

প্রথম দিন পড়ল ১৭ উইকেট। সেই একই পিচে দ্বিতীয় দিনে তিনটির বেশি উইকেট পড়েনি।

তিনটিই অবশ্য অস্ট্রেলিয়ার। জবাবে প্রতিপক্ষের কোনো উইকেটই ফেলতে পারেনি স্বাগতিকরা। ওপেনিংয়ে নামা  যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের অবিচ্ছিন্ন ১৭২ রানের জুটিতে শক্ত অবস্থানে আছে ভারত। যার ফলে ২১৮ রানের লিড নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

দাপুটে এই দিনে টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন জয়সওয়াল। চলতি বছর এনিয়ে ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ভাঙেন ১০ বছর আগে গড়া নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১৪ সালে ৯ ম্যাচ ৩৩ ছক্কা মেরেছেন তিনি।

জয়সওয়ালের বছর যদিও এখনো শেষ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে রাহুল অপরাজিত আছেন ১৫৩ বলে ৪ চারে ৬২ রান নিয়ে।

এর আগে ভারতের ১৫০ রানের বিপরীতে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করে অস্ট্রেলিয়া। আজ মিচেল স্টার্কের (২৬) দৃঢ়তায় শেষমেষ ১০০ পেরোতে সক্ষম হয়। যদিও খুব বেশি দূর যেতে পারেনি গুটিয়ে যায় ১০৪ রানেই। ভারতের হয়ে কেবল ৩০ রানে ৫ উইকেট নেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ক্যারিয়ারে এটি তার ১১তম ফাইফার। এছাড়া অভিষিক্ত হারশিত রানা ৩টি ও মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।

দিনের বাকি গল্পটা জয়সওয়াল ও রাহুলকে নিয়েই। সাবধানী হয়ে ব্যাটিং করে অজি বোলারদের তেমন কোনো সুযোগই দেননি তারা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।