ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সুমনের হ্যাটট্রিকের দিনে নাঈম শেখের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
সুমনের হ্যাটট্রিকের দিনে নাঈম শেখের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শুরু হয়েছে শনিবার। প্রথম দিনটি ছিল বেশ ঘটনাবহুল।

হ্যাটট্রিকসহ সাত উইকেট নিয়েছেন সুমন খান। এছাড়া পাঁচ উইকেট পেয়েছেন চট্টগ্রামের স্পিনার নাঈম হাসান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ঢাকার নাঈম শেখ।

সিলেটের একাডেমি মাঠে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস হেরে ব্যাট করতে নেমে এ ম্যাচে ২০৪ রানে অলআউট হয়ে গেছে খুলনা। পরে নিজেদের প্রথম ইনিংসে এখন অবধি কোনো উইকেট না হারিয়ে ৩১ রান করেছে চট্টগ্রাম।  

এ ম্যাচে চট্টগ্রামের হয়ে পাঁচ উইকেট পেয়েছেন নাঈম হাসান। ২৮ ওভার বল করে ৪৮ রান দিয়ে পাঁচ উইকেট পান তিনি। তিন উইকেট পেয়েছেন আশরাফুল হাসান। খুলনার হয়ে ১৯৯ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন অমিত মজুমদার। চট্টগ্রামের হয়ে ২৭ বলে ১১ রানে সাদিকুর রহমান ও ২৭ বলে ২০ রানে অপরাজিত আছেন পারভেজ হোসেন ইমন।

কক্সবাজারের একাডেমি মাঠে ঢাকা মেট্টোর মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ২ উইকেটে ২৭৬ রান করেছে ঢাকা। দলটির হয়ে ২২২ বল খেলে ১৫৩ রানে অপরাজিত আছেন নাঈম শেখ। ১৯০ বলে ৭৩ রান করে আউট হয়ে গেছেন গাজী তাহজিবুল ইসলাম।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের মুখোমুখি হয়েছে বরিশাল। ৭ উইকেট হারিয়ে এ ম্যাচে ২৫৮ রান করেছে তারা। বরিশালের হয়ে সর্বোচ্চ ১৯৯ বলে ৭৮ রান করে আউট হয়েছেন আব্দুল মজিদ।  

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হয় ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে স্রেফ ৪২ রানে অলআউট হয় রাজশাহী। এরপর নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়ে গেছে ঢাকাও। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখন অবধি ১ উইকেট হারিয়ে ১৮ রান করেছে রাজশাহী।  

প্রথম ইনিংসে রাজশাহীকে মূলত ধসিয়ে দেন সুমন খান। হ্যাটট্রিকসহ সাত উইকেট পান তিনি। ৭ ওভার ৫ বলে ১৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। অলআউট হয়ে যাওয়া ঢাকার হয়ে ব্যাট হাতে ৪২ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন জিশান আলম।  

রাজশাহীর হয়ে ১০ ওভার দুই বল হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন আসাদুজ্জামান পায়েল। তিন উইকেট পেয়েছেন মোহর শেখ, দুটি শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।