ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহাদাতকে টপকে চূড়ায় হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
শাহাদাতকে টপকে চূড়ায় হাসান

টেস্ট ক্রিকেটে এ বছরটা দারুণই কাটছে হাসান মাহমুদের। পরপর দুই ইনিংসে পেয়েছেন ফাইফারের দেখা।

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও নিজের ঝুলিতে জমা করলেন উইকেট। যার ফলে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

হাসানের আগে এই রেকর্ডের মালিক ছিলেন শাহাদাত। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। তার বছরের শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শাহাদাতের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান। অ্যান্টিগা টেস্টের প্রথম দিন কোনো উইকেট না পেলেও দ্বিতীয় দিনে প্রথম ওভারেই সাজঘরে ফেরান জশুয়া দা সিলভাকে। পরে আলজারি জোসেফকেও শিকার করেন তিনি। এখন পর্যন্ত ১৩ ইনিংস খেলে ২৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

হাসান বছরের শুরুটা করেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নিয়ে। পরে পাকিস্তান গিয়ে প্রথম তিন ইনিংসে নেন ৩ উইকেট। তবে শেষ ইনিংসে প্রথমবারের মতো ফাইফারের স্বাদ। ভারত সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও শিকার করেন ৫ উইকেট। এরপর আরও দুই ইনিংস বল করার সুযোগ পেলেও উইকেট পেয়েছেন মাত্র একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট খেলে তার শিকার কেবল ৩ উইকেট।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।