ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীপুকে হারানোর পর হাল ধরেছেন মুমিনুল-লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
দীপুকে হারানোর পর হাল ধরেছেন মুমিনুল-লিটন

আগের দিনের হতাশাটা কাটানোর চ্যালেঞ্জ ছিল মুমিনুল হক ও শাহাদাৎ হোসেন দীপুর সামনে। কিছুক্ষণ সামলে দীপু অবশ্য লম্বা করতে পারেননি ইনিংস।

এরপর থেকে দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ মুমিনুল হক ও লিটন দাস।  

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে সফরকারীরা।

আগের দিনের পুরোটাই বাংলাদেশের জন্য কেটেছিল হতাশার। সকালে হাসান মাহমুদ দুই উইকেট এনে দেওয়ার পর বোলাররা আর তেমন কিছু করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকেই হারাতে হয়।  

তৃতীয় দিনে বাংলাদেশের শুরুটা করেন মুমিনুল হক ও শাহাদাৎ হোসেন দীপু। তারা শুরুতে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। দীপু লম্বা সময় পর একাদশে ফেরেন। তিনি থিতু হওয়ার পরও ইনিংস লম্বা করতে পারেননি।  

কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। ৭১ বল খেলে ১৮ রান করেন দীপু। তার বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। মুমিনুলকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতি অবধি গেছেন তিনিই। মাঝে একবার লিটনের এলবিডব্লিউয়ের জন্য রিভিউ নিয়েও সফল হয়নি ওয়েস্ট ইন্ডিজ।  

বাংলাদেশ সময় : ১০০৬ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।