ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে না নেমে উল্টো ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ব্যাটিংয়ে না নেমে উল্টো ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

এক উইকেট হাতে রেখেই গতকাল তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ ফের ব্যাটিংয়ে নামার কথা থাকলেও উল্টো শুরুতেই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ফলে আবার ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ২৫ রান করেছে স্বাগতিকরা। লিড নিয়েছে ২০৬ রানের।   ক্রেইগ ব্র্যাথওয়েট ১৭ ও কিসি কার্টি শূন্য রানে ব্যাট করছেন।

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আজ দিনের শুরুতে মিকাইল লুইসের (৮) উইকেটটি নেন তাসকিন আহমেদ। এর আগে তার বলেই ক্যাচ ক্রেইগ ব্র্যাথওয়েটের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দীপু।

গতকাল ১৮১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৫৩ রান আসে জাকের আলীর ব্যাট থেকে। এছাড়া ফিফটি করেন মুমিনুল হকও (৫০)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আলজারি জোসেফ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।