ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের আরও একটি দাপুটে দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ইংল্যান্ডের আরও একটি দাপুটে দিন

ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের সুবাসই পাচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনটাও নিজের করে নিয়েছে তারা।

যদিও নিউজিল্যান্ড ৪ রানের লিড নিয়েছে, তবে দিনের পুরোটা জুড়েই সফরকারীদের আধিপত্য দেখা গেছে।

দিনশেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। ড্যারিল মিচেল ৩১ ও ন্যাথান স্মিথ ১ রানে অপরাজিত আছেন। ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে বেন স্টোকসের সঙ্গে জুটিটি ১৫৯ রান পর্যন্ত টেনে নিয়ে যান আগের দিন সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। ম্যাট হেনরির বলে আউট হয়ে ১৯৭ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৭১ রানে সাজঘরে ফেরেন তিনি।

এরপর গাস অ্যাটকিনসন (৪৮) ও ব্রাইডন কার্সকে (৩৩*) সঙ্গে লোয়ার অর্ডারে শক্ত জুটি দাঁড় করান স্টোকস। যার ফলে বড় লিডের দেখা পায় ইংল্যান্ড। যদিও ৫০০ ছুঁতে পারেনি, অলআউট হয়েছে এক রান আগেই। ১৪৬ বলে ৯ চারে ৮০ রানে হেনরির শিকার হন স্টোকস। কিউইদের হয়ে হেনরি চারটি ও স্মিথ নেন তিনটি উইকেট।

১৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড কার্স ও ক্রিস ওকসের সামনে এলোমেলো হয়ে পড়ে। যদিও কিছুক্ষণ একপ্রান্ত আগলে রাখেন কেইন উইলিয়ামসন। ফিফটি পেরোলেও এর পরপরই থামতে হয় তাকে। তবে ৬১ রানের ইনিংসটি খেলার মাঝপথে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু বাকিদের ব্যর্থতায় চাপের মুখেই রয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ওকস ও কার্স।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএইচএস 

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।