প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হওয়ার লজ্জা পেলেও দ্বিতীয় ইনিংসে প্রতিরোধের চেষ্টায় থাকে শ্রীলঙ্কা। কিন্তু কোনোভাবেই বড় হার থেকে নিজেদের বাঁচাতে পারেনি।
ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৩৩ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন দ্বিতীয় ইনিংসে ৭৩ রান খরচে শিকার করেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম বাঁহাতি পেসার হিসেবে এক ম্যাচে ১১ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ব্রেট শুল্টজের। ১৯৯৩ সালে শ্রীলঙ্কারই বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ১০৬ রানে ৯ উইকেট।
আর দুটি উইকেট পেলেই অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়তেন ইয়ানসেন। কিন্তু কাগিসো রাবাদা, গেরাল্ড কুটসিয়া ও কেশভ মহারাজও নিজেদের মেলে ধরেন দ্বিতীয় ইনিংসে। প্রত্যেকে শিকার করেন দুটি করে উইকেট।
প্রতিরোধের চেষ্টায় লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন দীনেশ চান্দিমাল। এছাড়া অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৫৯ ও কুশল মেন্ডিস খেলেন ৪৮ রানের ইনিংস। এর ৫ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরু করে সফরকারীরা।
এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএইচএস