ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জোড়া রেকর্ড রুটের, একটি গর্বের, অন্যটি লজ্জার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
জোড়া রেকর্ড রুটের, একটি গর্বের, অন্যটি লজ্জার সংগৃহীত ছবি

ক্যারিয়ারের গোধূলিবেলায় রানের ফোয়ারা ছোটাচ্ছেন জো রুট। ভাঙছেন একের পর এক বড় রেকর্ড।

এবার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙেছেন ইংলিশ ব্যাটার। একই ম্যাচে আবার লজ্জার রেকর্ডও সঙ্গী হয়েছে তার।

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডকে আজ ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শেষ ইনিংসে ২৩ রান করে অপরাজিত থাকেন রুট। ছোট এই ইনিংসেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রাহক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি।  

এতদিন টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন শচীন। তার নামের পাশে আছে ১৬২৫ রান। আজ তাকে টপকে গেছেন রুট। তার চতুর্থ ইনিংসের রান এখন ১৬৩০। শুধু কি তাই, শচীনের চেয়ে অনেক কম ইনিংস খেলে রেকর্ডটি গড়েছেন রুট। তার ৪৯ ইনিংসের বিপরীতে শচীনের লেগেছে ৬০ ইনিংস।

টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের তালিকায় বাকি তিন জন হলেন- সাবেক ইংলিশ ব্যাটার অ্যালিস্টার কুক (৫৩ ইনিংসে ১৬১১ রান), দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (৪১ ইনিংসে ১৬১১ রান) এবং ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (৪৯ ইনিংসে ১৫৮০ রান)।

ক্যারিয়ারের ১৫০তম টেস্টে মাইলফলকটি স্পর্শ করলেন রুট। এই ফরম্যাটে তিনি এখন পর্যন্ত ১২ হাজার ৭৭৭ রান করেছেন। ইংল্যান্ডের জার্সিতে যা সর্বোচ্চ। তবে সবমিলিয়ে তার অবস্থান পাঁচে। এই তালিকার শীর্ষে আছেন শচীন। ২০০ টেস্টে তার মোট রান ১৫ হাজার ৯২১। এরপর আছেন যথাক্রমে- রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮ রান), জ্যাক ক্যালিস (১৩ হাজার ২৮৯ রান) ও রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮ রান)।

ঐতিহাসিক এক অর্জনের দিনে একটি লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছেন রুট। প্রথম ইনিংসে ডাক মারেন তিনি। ক্যারিয়ারের ১৫০তম টেস্টে ডাক মারার এমন লজ্জায় পুড়েছেন কেবল দুইজন। মজার ব্যাপার হলো, দুজনেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে স্টিভ ওয়াহ এবং ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে রিকি পন্টিংয়ের একই ভাগ্য বরণ করতে হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।