ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গ্লোবাল সুপার লিগ জিতে কত টাকা পেল রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
গ্লোবাল সুপার লিগ জিতে কত টাকা পেল রংপুর

প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। অথচ গ্লোবাল সুপার লিগ (জিএসএল) নামের এই প্রতিযোগিতার ফাইনালে নামার আগে দলটির একাদশ সাজানো নিয়েই সংশয় ছিল।

 

দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেন জাতীয় দলের ওয়ানডে সিরিজের দলে থাকায় গায়ানার ফাইনালে তাদের পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিল রংপুর। এমনকি ম্যাচ না খেলেই জিতে যেতে পারতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভিক্টোরিয়া।  

তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। শঙ্কা কাটিয়ে আজ মাঠে নামে রংপুর এবং ব্যাট হাতে তাণ্ডব চালান সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৫টি ছক্কা ও ৭টি চারে সাজানো ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে ভর করে ৩ উইকেটে ১৭৮ রান করে রংপুর। জবাবে ১২২ রান করতে পারে ভিক্টোরিয়া। ফলে ৫৬ রানে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জায়ান্টরা।

গ্লোবাল সুপার লিগ জিতে রংপুর পেয়েছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন হওয়ায় তারা পেয়েছে ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)। আর লিগ পর্বে জয়ের জন্য পেয়েছে ৫০ হাজার ডলার বা প্রায় ৬০ লাখ টাকা। সবমিলিয়ে এবারের আসর থেকে রংপুর পেয়েছে মোট ৬ কোটি ৬০ লাখ টাকা।  
ম্যাচ ও টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের জোরে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন সৌম্য। এবারের আসরে ৫ ইনিংসে ৪৭ গড়ে সর্বোচ্চ ১৮৮ রান সংগ্রহ করেন তিন, স্ট্রাইক রেট ১৪২.৪২। আছে দুটি হাফ সেঞ্চুরিও।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।