ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

৮ হাজারে ডি ভিলিয়ার্সের চেয়ে দ্রুততম তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
৮ হাজারে ডি ভিলিয়ার্সের চেয়ে দ্রুততম তামিম

টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। আজ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৪ বলে ৪০ রান করেন ফরচুন বরিশাল অধিনায়ক।

যদিও ৮ হাজার রানের ক্লাবে ঢুকতে কেবল ৯ রানই দরকার ছিল।

তামিম এই ক্লাবে ঢুকেছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের চেয়ে কম ইনিংস খেলে। ২৭১তম ইনিংসে গিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি। সেখানে ডি ভিলিয়ার্সকে অপেক্ষা করতে হয়েছে ২৭৩ ইনিংস পর্যন্ত। ২১৩ ইনিংস খেলে এই ক্লাবে সবচেয়ে দ্রুততম ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল।

সবমিলিয়ে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। ৩২.৯১ গড়ে ১২১.২৭ স্ট্রাইকরেটে এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪ সেঞ্চুরিসহ ৮ হাজার ৩১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

এদিকে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন গেইল। এছাড়া ১০ হাজারের বেশি রান আছে আরও ১৫ ব্যাটারের।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।