ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিজয়ের সেঞ্চুরি ম্লান করে হাসানের দারুণ বোলিংয়ে খুলনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
বিজয়ের সেঞ্চুরি ম্লান করে হাসানের দারুণ বোলিংয়ে খুলনার জয় ছবি: সংগৃহীত

খুলনা টাইগার্সের হয়ে ব্যাট চালালেন আফিফ হোসাইন উইলিয়াম বোসিসতো। দুইজনের ফিফটি ছাড়ানো ইনিংসের পাশাপাশি মাহিদুল ইসলামের ক্যামিওতে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় খুলনা টাইগার্স।

যা তাড়ায় নেমে একাই লড়েন আনামুল হক বিজয়। তবে সেঞ্চুরি হাঁকালেও জয় এনে দিতে পারেননি দলকে। শেষ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে পরাজিত হয় রাজশাহী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৬তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহীকে ৭ রানে হারিয়েছে খুলনা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে তারা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০২ রানে থামে রাজশাহী।

আগে ব্যাট করতে নামা খুলনার হয়ে দারুণ শুরু করেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৪২ রান। নাঈমকে বোল্ড করে এই জুটি ভাঙেন জিসান আলম। ১৪ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন খুলনা ওপেনার। পরের ওভারে উইকেট হারান আরেক ওপেনার মিরাজও। ১৩ বলে ২৬ রান করেন তিনি।  

তিনে নেমে লড়তে থাকেন আফিফ। তাকে সঙ্গ দেন বোসিসতো। চতুর্থ উইকেটে ৭১ বলে ১১৩ রান যোগ করেন তারা। ৩৫ বলে পঞ্চাশ পূর্ণ করা আফিফ ৫৬ রানে ফিরলে ভাঙে এই জুটি। পঞ্চাশের দেখা পান বোসিসতোও। ৩২ বলে আসে তার ফিফটি। শেষদিকে ঝড়ো ব্যাট করেন মাহিদুল। ১২ বলে ৪ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৭ বলে ৪ চার ও এক ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন বোসিসতো। রাজশাহীর পক্ষে ২ উইকেট নেন তাসকিন।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয় রাজশাহীর। জিসান আলম ও হারিসের ২৫ বলে ৪৭ রানের জুটি তাদের অনেকটা এগিয়ে নেয়। কিন্তু ঝড়ো ব্যাট করতে থাকা জিসান ১৫ বলে ৩০ রান করে ফিরলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর ১৫ রান করা হারিসও ফিরে যান সাজঘরে। তিনে নামা বিজয় লড়াই চালান একাই।  

চারে নেমে ইয়াসির আলী ২০ রান যোগ করে উইকেট হারান। রায়ান বার্লও হতে পারেননি সফল। ১৬ বলে ২৫ রান করেন তিনি। তবে একপ্রান্তে লড়তে থাকা বিজয় লড়াই চালাতে থাকেন শেষ পর্যন্ত। ৩৩ বলে পঞ্চাশ হাঁকিয়ে তিনি সেঞ্চুরির দেখা পান ইনিংসের শেষ বলে। ৫৭ বলে তার এই সেঞ্চুরি অবশ্য বিফলে যায় হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে। খুলনার এই বোলার ৪ ওভারে ২৫ রান খরচায় জোড়া উইকেট নেন।  

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।