ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অনেক নাটক’ দেখা তাসকিন বললেন, ‘বিদেশিরা দরজা খোলেনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
‘অনেক নাটক’ দেখা তাসকিন বললেন, ‘বিদেশিরা দরজা খোলেনি’

রোববার দিনভর দুর্বার রাজশাহীকে নিয়ে জল্পনার যেন শেষ ছিল না। সকালেই খবর বের হয়, ম্যাচের দিন হোটেল বদলাতে হয়েছে ক্রিকেটারদের।

এরপর শোনা যায় টাকা না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে নাকি খেলতেই অস্বীকৃতি জানিয়েছেন ক্রিকেটাররা।

শেষ অবধি দেশি ক্রিকেটাররা খাম হাতে ছবি পোস্ট করার পর মাঠে আসেননি। তবে বিদেশিরা খেলতে রাজি হননি। রংপুরের বিপক্ষে নজিরবিহীনভাবে কোন বিদেশি ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামে রাজশাহী। ম্যাচের পর এসব ‘নাটক’ নিয়ে কথা বলেন দলটির অধিনায়ক তাসকিন আহমেদ।

তিনি বলেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখসি আমরা সব প্লেয়ারই। আমি যতটুকু শুনেছি, টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করসে, বিদেশিদের কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিল। ১২০ হলো, এত সোজা না আজকের উইকেট। ১৫-২০ রান শর্ট ছিল, শেষ দিকে পুরস্কার পাওয়া গেছে। ’

‘আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেওয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে, ওয়েস্টিনে নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল আসো। খেলো অন্তত। বিদেশিদেরও বলেছে পেমেন্ট ইস্যু না তোমরা আসো। ’

তাসকিনের সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাজুড়েই ছিল হাস্যরস। এর মধ্যে তাসকিনের কণ্ঠে ছিল আফসোসও। অবশ্য শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে খেলেই রংপুরকে ২ রানে হারিয়ে দিয়েছে রাজশাহী। এতেই স্বস্তি খুঁজছেন তাসকিন।  

তিনি বলেন, ‘শুধু আমি না, দলের কেউই ভালো অনুভব করে না। বিপিএল নিয়ে সবারই আশা থাকে শান্তিপূর্ণভাবে খেলব। আমাদের দলে একটু সমস্যা হয়েছিল। যেহেতু আমাদের সবার নিজেকে প্রমাণ করার জায়গা একটাই, কারণ সবার ক্যারিয়ার ব্রেড অ্যান্ড বাটার একটাই। এটাই সবাইকে বুস্ট আপ করেছে। অনুভূতিটা ভালো না, তবে এর মধ্যেও সবাই উপভোগ করেছে। ’

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।