ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ক্রিকেট

নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান হান্নান সরকার/সংগৃহীত ছবি

গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন হান্নান সরকার। কিন্তু এক বছর পূর্ণ হতেই সরে দাঁড়ালেন তিনি।

 

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান। নির্বাচকের দায়িত্ব ছেড়ে আপাতত কোচিংয়ে মনোযোগী হচ্ছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেট ও বিপিএলে কাজ করার লক্ষ্য স্থির করেছেন তিনি। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কোচিং করানোর ইচ্ছাও আছে তার।

হান্নান এই আগে লেভেল-টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন। এরপর ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বিপিএলেও কোচিং করিয়েছেন তিনি। গত বছরের ১২ ফেব্রুয়ারি তিনি জাতীয় দলের নির্বাচক হিসেবে যোগ দেন। ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। কিন্তু গত মাসেই পদত্যাগের ব্যাপারে নোটিশ দিয়ে রেখেছিলেন তিনি।

হান্নান সরে যাওয়ায় জাতীয় দলের নির্বাচক কমিটিতে রইলেন মাত্র দুই জন। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে কমিটির সদস্য হিসেবে আছেন আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।