চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্কোয়াডে পরিবর্তন আনলো দক্ষিণ আফ্রিকা। ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার এনরিখ নরকিয়ার জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার করবিন বশ।
সদ্যই এসএটোয়েন্টিতে সফল এক মৌসুম কাটিয়েছেন বশ। এমআই কেপ টাউনের জার্সিতে জিতেছেন আসরের শিরোপা। এছাড়া লিস্ট-এ ক্রিকেটে টাইটান্সের মূল পারফর্মারও ছিলেন তিনি।
বশের ভাই ইথানও দক্ষিণ আফ্রিকা দলের সদস্য। ত্রিদেশীয় সিরিজ খেলতে দলের সঙ্গে পাকিস্তানে গেছেন ইথান।
সম্প্রতি ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছে করবিনের। তিনি ছাড়া তরুণ কুয়েনা মাফাকাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। তারা দুজন পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দলে যোগ দিচ্ছেন। সিরিজের তৃতীয় দলটি টনি ডি জর্জি।
ত্রিদেশীয় সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তান দলের সাবেক তারকা ইয়াসির আরাফাত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গেও কাজ করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এমএইচএম