ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন বাংলাদেশ দলের ফটোসেশন/সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা।

তবে অনুশীলন শেষ করার আগেই আজ পুরো বাংলাদেশ দল ফটোসেশনে অংশ নিয়েছে।  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে আজ ফটোসেশনে অংশ নিয়েছেন জাতীয় দলের সব ক্রিকেটার। তাদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সামনের সারিতে প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

এদিকে আজ রাত ১টায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচও দুবাইয়েই। আগামী ২০ ফেব্রুয়ারির ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি খেলে পাকিস্তানে যাবে টাইগাররা। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।