ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখছেন না ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখছেন না ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স/সংগৃহীত ছবি

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। এরপর দিনে দিনে বেলা গড়িয়েছে অনেক।

কেটে গেছে প্রায় ৮ বছর। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে আগের মতো শক্তিশালী অবস্থায় নেই টাইগাররা। দলের অভিজ্ঞ অনেকেই অবসরে চলে গেছেন।

তবে তরুণদের নিয়ে গড়া দল নিয়েই স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এমনকি প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনেই চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জেতার লক্ষ্য স্থির করেছেন। কিন্তু বাংলাদেশকে নিয়ে আশাবাদী হতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তার মতে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যেতে পারবে না বাংলাদেশ।

নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’-এ চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের শক্তিমত্তা ও দুর্বলতা পর্যালোচনা করে একটি ভিডিও দিয়েছেন ডি ভিলিয়ার্স। যেখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশকে আমি নকআউটে দেখছি না। একথা বাংলাদেশি ভক্তরা হয়তো শুনতে পছন্দ করবে না। কিন্তু আমাকে সত্যটা বলতেই হচ্ছে। '

বাংলাদেশকে নকআউট পর্বে না দেখলেও তারা যে অঘটন ঘটাতে পারে, সেকথা   শুনিয়েছেন ডি ভিলিয়ার্স, ‘তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। হয়তো এমনকি কোনো বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে। ’
বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ডি ভিলিয়ার্সের মন্তব্য, ‘তাসকিন ভালো ডানহাতি পেসার। মিরাজও ভালো অলরাউন্ডার। মাহমুদউল্লাহর খেলা দেখেও ভালো লাগে। শান্ত খুবই কার্যকর ও ধারাবাহিক। ’

এর আগে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা গেছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মুখেও। পন্টিং বলেছেন, বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো করবে চ্যাম্পিয়নস ট্রফিতে।  

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু হবে বাংলাদেশের। গ্রুপ পর্বে তাদের পরের দুটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।