ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ক্রিকেট

দুই সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
দুই সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান ছবি: সংগৃহীত

শুরুটা করেন উইল ইয়ং। ব্যাট হাতে তিনি যখন লড়ছিলেন তখন বেশ কয়েকটি উইকেট হারায় নিউজিল্যান্ড।

পরে তাকে সঙ্গ দেন টম ল্যাথাম। ইয়ং সেঞ্চুরি করে বিদায় নিলেও ল্যাথাম লড়েন শেষ পর্যন্ত। তিনিও পান সেঞ্চুরির দেখা। শেষদিকে গ্লেন ফিলিপসের ফিফটি ছাড়ানো ইনিংসে উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।  

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আজ করাচি জাতীয় স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে কিউইরা।  

ধীরগতির শুরুর পর অষ্টম ওভারে ডেভন কনওয়ে বোল্ড হন আবরার আহমেদের বলে। ১০ রান করে বিদায় নেন তিনি। পরের ওভারেই উইকেট বিলিয়ে দেন কেন উইলিয়ামসন। নাসিম শাহর বল ঠিকঠাক নিয়ন্ত্রতে নিতে না পেরে পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে ১ রানে বিদায় নেন কিউই ব্যাটার। তিনে নেম ড্যারিল মিচেলও ব্যর্থ হন। হারিস রউফের বল পুল শট খেলতে গিয়ে তালুবন্দি হন শাহিন শাহ আফ্রিদির। ১০ রানে ফেরেন সাজঘরে।

চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এই জুটিতে ১২৬ বলে ১১৮ রান যোগ করেন ইয়ং ও ল্যাথাম। ৬১ বলে পঞ্চাশ পূর্ণ করা ইয়ং ১০৭ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। কিছুক্ষণ পর নাসিম শাহর বল বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন বদলি নামা ফাহিম আশরাফের হাতে। কিউই ওপেনারের ১১৩ বলে ১০৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও এক ছক্কায়।  

ইয়ংয়ের বিদায়ের পর ল্যাথামকে সঙ্গ দেন ফিলিপস। পঞ্চম উইকেটে তারা গড়েন ৭৪ বলে ১২৫ রানের জুটি। ৯৫ বলে সেঞ্চুরির দেখা পান ল্যাথাম। আর ঝড়ো ব্যাট করতে থাকা ফিলিপস ৩৪ বলে তুলে নেন ফিফটি। শেষ ওভারে হারিস রউফের বল ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফিলিপস ফিরলে ভাঙে এই জুটি। ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬১ রান করে বিদায় নেন কিউই ব্যাটার। আর ১০৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ল্যাথাম।  

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন নাসিম ও হারিস রউফ। একটি উইকেট পান আবরার আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।