ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
মাহমুদউল্লাহর লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন।

তার এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ, সমর্থক এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তার ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে বলেছেন, “এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষাদের একটা মুহূর্ত। প্রায় দুই দশক মাহমুদউল্লাহ জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিল। ধারাবাহিকতা ও চাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা তাকে অমূল্য এক সম্পদে পরিণত করেছিল। খেলার প্রতি তার নিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদণ্ড তৈরি করেছে। তার লিগাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে। ”

মাহমুদউল্লাহকে বলা হয় ‘আড়ালের নায়ক’। দেশের বহু জয়ে তার অবিস্মরণীয় অবদান রয়েছে। বিসিবি সভাপতি এ বিষয়ে বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য মাহমুদউল্লাহর আলাদা একটা সুনাম ছিল বাংলাদেশ ক্রিকেটে। ব্যাট অথবা বল হাতে, সবচেয়ে দরকারি মুহূর্তে সে পারফর্ম করেছে। চ্যালেঞ্জিং সময়ে তার মাথা ঠান্ডা রাখার গুণ ও মাঠে নেতৃত্বগুণ তাকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ’

মাহমুদউল্লাহকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ফারুক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদ উল্লাহর দুর্দান্ত এক ক্যারিয়ারকে উদ্‌যাপন করি। একই সঙ্গে এতগুলো বছর দল ও খেলার জন্য নিবেদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এ বিষয়েও আমরা আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করে যাবে। ’

এর আগে গতকাল এক ফেসবুক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, 'সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌র। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে সবসময় সমর্থন করায় আমার সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই। '

'আমার অভিভাবকদের, বিশেষ করে আমার শ্বশুর এবং আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি শৈশব থেকে আমাকে কোচ ও মেন্টরের মতো পাশে থেকেছেন। এবং সবশেষে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা সব পরিস্থিতিতে আমাকে সাপোর্ট দিয়েছে। আমি জানি, আমার ছেলে রাঈদ আমাকে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে। সবকিছু পারফেক্টভাবে শেষ হয় না, কিন্তু সামনে এগিয়ে যেতে হয়। শান্তি...। আলহামদুলিল্লাহ্‌। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটকে শুভকামনা। '

চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল। মুশফিক কিছুদিন আগেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন। এরপর আজ এলো মাহমুদউল্লাহর ঘোষণা।  

যদিও বিসিবি সূত্রে জানা গিয়েছিল, মাঠ থেকেই বিদায় নিতে চান মাহমুদউল্লাহ। বিসিসিও সেভাবেই বিদায় দিতে চেয়েছিল তাকে। জাতীয় দলের মিডল অর্ডারে শক্তি খুঁটি হয়ে দীর্ঘদিন খেলে যাওয়া এই ব্যাটার টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়েছিলেন মাঠ থেকেই। কিন্তু ওয়ানডে থেকে তার বিদায় হলো মাঠের বাইরে থেকেই।

২০২৩ বিশ্বকাপেই মূলত নিজের সামর্থ্যের শেষ প্রদর্শনী করেছিলেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করেছিলেন তিনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে দুর্দান্ত এক সেঞ্চুরিও উপহার দেন। এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ভালো খেলেও জায়গা ধরে রাখা কঠিন হয়ে ওঠে। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় যে তিনি নেই, সেটাও স্পষ্ট হয়ে যায়।

ফর্মের ঘাটতি সত্ত্বেও চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু আলো ছড়াতে পারেননি। পরে কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেলেও নাম প্রত্যাহার করে নেন।  

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার হলেন একমাত্র বাংলাদেশি খেলোয়াড়, যিনি ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি ২০১৫ সালের বিশ্বকাপে এবং একটি সেঞ্চুরি ২০২৩ সালের বিশ্বকাপে। এই অভিজ্ঞ ক্রিকেটার দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে ২৩৯টি ওয়ানডে, ৫০টি টেস্ট এবং ১৪১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ওয়ানডেতে রান করেছেন ৫৬৮৯। ৩২ ফিফটির বিপরীতে করা ৪ সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে। সংক্ষিপ্ত সংস্করণে ৮ ফিফটিতে করেছেন ২৪৪৪ রান। আর অভিজাত সংস্করণে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৯১৪ রান। ফিফটি করেছেন ১৬টি। বল হাতে সব মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।