বিরল এক রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৪০০ রানের ইনিংস খেলেছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটে কোনো পর্যায়েই কোয়াড্রপল হাঁকানোর রেকর্ড ছিল না কোনো ব্যাটারের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মুস্তাকিম। স্কুল ক্রিকেটের ওয়ানডে সংস্করণে রেকর্ডটি ওপেনিংয়ে নেমে ৪০৪ রান করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি ৫০ চার ও ২২ ছক্কায় সাজানো।
মুস্তাকিমের রেকর্ড গড়ার দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাদের ব্যাটিং তাণ্ডবে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান।
জবাবে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে হারে সেন্ট গ্রেগরিস। বল হাতে ৬ উইকেট নিয়েছেন ক্যামব্রিয়ানের হাসান হৃদয়। আর ৪ উইকেট গেছে পারভেজের দখলে।
বাংলাদেশের ক্রিকেটে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড রানের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। মিরপুরে ২০২০ সালে প্রথম শ্রেণির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি ছিল ৪২ চার ও ৩ ছক্কায় সাজানো।
তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৭ সালে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমএইচএম