ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে ডাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
প্রথমবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে ডাফি জ্যাকব ডাফি/সংগৃহীত ছবি

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।  

পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন ডাফি।

পাঁচ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা বোলার হয়েছেন তিনি, যেখানে তার গড় মাত্র ৮.৩৮। তার অসাধারণ বোলিং পারফরম্যান্স নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে।  

এই সাফল্যের ফলে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে টপকে শীর্ষে উঠে এসেছেন ডাফি। এছাড়া ভারতের বরুণ চক্রবর্ত্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকাদেরও পেছনে ফেলেছেন তিনি।  

এটি তার প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে এক নম্বর বোলারের স্বীকৃতি। নিউজিল্যান্ডের পক্ষে ২০১৮ সালের পর এই প্রথম কোনো বোলার টি-টোয়েন্টির শীর্ষস্থান দখল করলেন। এর আগে ইশ সোধি এই কীর্তি গড়েছিলেন।  

দল হিসেবেও নিউজিল্যান্ড উন্নতি করেছে। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে চারে উঠে এসেছে তারা। পাকিস্তান আছে আগের মতোই, সাত নম্বরে। আর বাংলাদেশ আছে নয় নম্বরে।

সেইফার্টের দুর্দান্ত ফর্ম, ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি 

শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। দলের ওপেনার টিম সেইফার্ট ক্যারিয়ার-সেরা র‍্যাংকিং অর্জন করেছেন।  পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচে ২৪৯ রান করেছেন তিনি, গড় ৬২.২৫। সিরিজের শেষ ম্যাচে ওয়েলিংটনে ৯৭ রানের ইনিংস খেলে সিরিজসেরা হন এই ওপেনার।  

এই পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৮ম স্থানে নিয়ে গেছে। এই তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আরেক নিউজিল্যান্ড ব্যাটার ফিন অ্যালেন এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে এসেছেন। অলরাউন্ডার জিমি নিশাম ১৪ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন।  

বাংলাদেশের হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। ১৯ নম্বরে থাকা লেগস্পিনার রিশাদের বিপরীতে ১৫ নম্বরে আছেন পেসার তাসকিন। ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষ ত্রিশে বাংলাদেশের কোনো ব্যাটার নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের শীর্ষ দশ আছে আগের মতো। শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।  

ওয়ানডে র‍্যাংকিংয়ে পরিবর্তন  

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডের নতুন র‍্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে।  

নেপিয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মার্ক চ্যাপম্যান দুর্দান্ত সেঞ্চুরি (১০০ রান) করেন। এই ইনিংসের ফলে তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১০০-এর বাইরে থেকে ৭৮তম স্থানে উঠে এসেছেন।  

একই ম্যাচে দারুণ বোলিং করে উইল ও'রোর্ক ১৫ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে এসেছেন।  

পাকিস্তানের পেসার হারিস রউফও উন্নতি করেছেন। নেপিয়ারে প্রথম ওয়ানডেতে দুটি উইকেট নেওয়ার কারণে তিনি ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন।  

বাংলাদেশ সময়ছ ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।