ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেবেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেবেন মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদ/সংগৃহীত ছবি

গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলার প্রতিবাদে সরব হচ্ছেন বাংলাদেশি ক্রীড়াঙ্গনের তারকারাও। ইতিমধ্যে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদসহ একাধিক ক্রিকেটার ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজে সরাসরি অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।

এক ভিডিও বার্তায় মাহমুদ উল্লাহ বলেন, “আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। ”

গাজায় প্রতিনিয়ত চালানো হামলায় হতাহতের সংখ্যা বাড়ছেই। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদদের এ ধরনের সরব অবস্থান বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক সংহতির বার্তাকে আরও জোরদার করছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।