আইসিসির এফটিপি অনুযায়ী চলতি বছর বাংলাদেশের বিপক্ষে খেলার কথা রয়েছে ভারতের। এবার সেটির সূচিই চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী আগস্টে শুরু হওয়া এই সিরিজগুলোর সূচি আজ প্রকাশ করে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আগামী ১৩ আগস্ট আসবে ভারত। ১৭ আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ আগস্ট একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। আর ২৩ আগস্ট চট্টগ্রামে হবে সিরিজের শেষ ম্যাচ।
একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৬ আগস্ট। ২৯ ও ৩১ আগস্ট ঢাকায় হবে সিরিজের পরবর্তী দুই ম্যাচ।
২০২২ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। সেবার ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে হতে হয় হোয়াইটওয়াশ। আর বাংলাদেশ ভারত সফর করে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। সেখানে দুই টেস্ট ও তিন ওয়ানডের সবকটিতেই বাজেভাবে হেরে আসে তারা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরইউ