ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জ্যোতি-শারমিনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জ্যোতি-শারমিনরা নারী ক্রিকেট দল/সংগৃহীত ছবি

পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টাইগ্রেসদের পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসি র‌্যাংকিংয়েও।

ব্যাটে-বলে অবদান রাখা একাধিক ক্রিকেটার পেয়েছেন র‌্যাংকিংয়ে উন্নতির সুখবর।

সর্বশেষ হালনাগাদে সবচেয়ে বেশি আলো কাড়লেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংসের পুরস্কার হিসেবে ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে এখন আছেন ১৭ নম্বরে, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান।

জ্যোতির সেই ঐতিহাসিক শতকের দিনে শারমিন আক্তার সুপ্তা অপরাজিত ৯৪ রান করে নজর কাড়েন। তার র‌্যাংকিংও বেড়েছে ১১ ধাপ—এখন তিনি ২৯ নম্বরে, এটিও তার ক্যারিয়ারসেরা।

অন্যদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস (৬৭*) খেলা রিতু মনি ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৮ নম্বরে।

বোলারদের তালিকায়ও দেখা মিলেছে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি।

লেগ স্পিনার রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে, যা তার ক্যারিয়ারসেরা র‍্যাংকিং। আরও উন্নতি করেছেন ফাহিমা খাতুন (৩ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে) এবং তরুণ পেসার মারুফা আক্তার (৬ ধাপ এগিয়ে ৬০ নম্বরে)।

এদিকে, ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। বোলারদের মধ্যে এক নম্বরে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন, আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।

সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে শুধু দলগত নয়, ব্যক্তিগত পারফরম্যান্স ও র‍্যাংকিংয়েও উজ্জ্বল বাংলাদেশের মেয়েরা।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।