ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

হৃদয়ের শাস্তি কমানোয় ক্ষুব্ধ সৈকত, ঘরোয়া ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
হৃদয়ের শাস্তি কমানোয় ক্ষুব্ধ সৈকত, ঘরোয়া ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত/ছবি: সংগৃহীত

তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা হঠাৎ করে কমিয়ে আনার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছেন, আপাতত আর ঘরোয়া ক্রিকেটের ম্যাচ পরিচালনা করতে চান না।

বিসিবির পক্ষ থেকে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য এখনও উপযুক্ত সময় নয়।

ঢাকা প্রিমিয়ার লিগের আলোচিত আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার এবং পরে প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করার কারণে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এক ম্যাচ পরই তাকে মাঠে দেখা যায়, যা নিয়ে প্রশ্ন ওঠে বিসিবির সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে।

ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা সৈকত, যিনি বিষয়টি ব্যক্তিগতভাবে ভীষণভাবে গ্রহণ করেছেন। নিষেধাজ্ঞা কমিয়ে আনা নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এর প্রভাব ইতোমধ্যে দেখা গেছে—সুপার লিগের আজকের তিনটি ম্যাচেই তিনি আম্পায়ার হিসেবে নেই।

বিষয়টি গুরুত্ব সহকারে নিতে শুরু করেছে বিসিবি। আজ আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান আইসিসির এলিট ও ইমার্জিং প্যানেলের আম্পায়ারদের নিয়ে বৈঠক ডাকেছেন, যাতে দ্রুত একটি সমাধানে পৌঁছানো যায়।

সৈকতের এই সিদ্ধান্ত শুধু বিসিবির জন্য নয়, দেশের ক্রিকেটের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা—যেখানে আম্পায়ারের সম্মান ও সিদ্ধান্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন বল বিসিবির কোর্টে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।