প্রথম ইনিংসে ৪০ রান করা নাজমুল হাসান শান্ত লড়ে যাচ্ছিলেন দ্বিতীয় ইনিংসেও। কিন্তু চতুর্থ দিন মাঠে নেমে ইনিংস লম্বা করতে পারেননি।
এতে লক্ষ্য ছোট হয়ে গেল জিম্বাবুয়ের জন্য। যদিও বোলিংয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সফরকারীরা ঠিকই জিতে নেয় ৩ উইকেটে। এই হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন শান্ত। নিজের এমন আউটকেই দুষছেন বাংলাদেশের এই অধিনায়ক।
বাকির অনুপ্রেরণা কিভাবে দেবেন, এই প্রশ্নে শান্ত বলেন, ‘দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে অবশ্যই অনুপ্রাণিত হতে হবে। তবে অনুপ্রেরণা দিয়ে খুব একটা কিছু হয় না আসলে। যে যে জায়গায় ভুল করেছে, সে সেই ভুলটা যেন না করে, সেটা নিয়ে কাজ করতে হবে। আজকের ম্যাচ নিয়ে যদি ব্যক্তিগতভাবে আমাকে কিছু জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, তাহলে পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতেই (সব কিছু) নষ্ট হয়ে গেছে। ’
হারের দায় নিজের কাঁধে নিয়ে শান্ত বলেন, ‘তখন যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ (রানের লিড হতে পারত)। ২২০ রানের বেশি লিড হলে আমরা হয়তো ভালো অবস্থানে থাকতাম, সকালে ব্যাটিংয়ের আগে একটা আলাপচারিতাতেও কিন্তু আমি এটা বলেছি। এই পুরো ম্যাচে সবার দিকে আসলে (অভিযোগ) নিয়ে যেতে চাই না। পুরো দায়ভার আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময়ে আমি আউট হয়েছি। ’
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরইউ