দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন, আহত হন আরও অনেকে।
এই নির্মম ঘটনার প্রতিবাদে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঘটনাস্থলে থাকা দর্শক ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন হার্দিকের আচরণ নিয়ে। অনেকেই একে "অমার্জনীয়", "দায়িত্বজ্ঞানহীন" ও "লজ্জাজনক" বলে আখ্যা দেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “হার্দিক, নীরবতা পালনের সময় এমন আচরণ! ভালো ক্রিকেটার হতে পারো, কিন্তু দেশের একজন দায়িত্বশীল নাগরিক নও। ”
আরেকজন বলেন, “হার্দিক, তোমার প্রতি অনেক শ্রদ্ধা ছিল, কিন্তু এইভাবে নীরবতার সময় হাসাহাসি করো! এটা কোনো খেলার সময় না, এটা শোকের মুহূর্ত ছিল। ”
তবে ম্যাচের আগে টসের সময় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স ও হার্দিক, উভয়েই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। হার্দিক বলেন, “আমি এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই। ”
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএইচএম
Hardik pandya This is how you behave on silance of 1 min for the people died in attack..
— vivek (@_vivek_pandit_) April 23, 2025
Keep talking and laughing.
Shameful yarr..
You can be good cricketer but not a good or responsible citizen of india.#PahalgamTerroristAttack pic.twitter.com/yPTZngYOJT