ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

শোকের নীরবতার সময় ‘কথা বলা ও হাসাহাসি’, সমালোচনার মুখে হার্দিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
শোকের নীরবতার সময় ‘কথা বলা ও হাসাহাসি’, সমালোচনার মুখে হার্দিক

দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন, আহত হন আরও অনেকে।  

এই নির্মম ঘটনার প্রতিবাদে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তবে সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ‘কথা বলা ও হাসাহাসির’ অভিযোগে চরম সমালোচনার মুখে পড়েছেন।

ঘটনাস্থলে থাকা দর্শক ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন হার্দিকের আচরণ নিয়ে। অনেকেই একে "অমার্জনীয়", "দায়িত্বজ্ঞানহীন" ও "লজ্জাজনক" বলে আখ্যা দেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “হার্দিক, নীরবতা পালনের সময় এমন আচরণ! ভালো ক্রিকেটার হতে পারো, কিন্তু দেশের একজন দায়িত্বশীল নাগরিক নও। ”

আরেকজন বলেন, “হার্দিক, তোমার প্রতি অনেক শ্রদ্ধা ছিল, কিন্তু এইভাবে নীরবতার সময় হাসাহাসি করো! এটা কোনো খেলার সময় না, এটা শোকের মুহূর্ত ছিল। ”

তবে ম্যাচের আগে টসের সময় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স ও হার্দিক, উভয়েই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। হার্দিক বলেন, “আমি এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই। ”

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।