ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পেহেলগাম হামলা: ভারতে নিষিদ্ধ শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, এপ্রিল ২৮, ২০২৫
পেহেলগাম হামলা: ভারতে নিষিদ্ধ শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল শোয়েব আখতার/সংগৃহীত ছবি

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি এবং রশিদ লতিফের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল।

ভারত থেকে এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে এখন একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে লেখা, "এই কনটেন্টটি বর্তমানে এই দেশে পাওয়া যাচ্ছে না কারণ জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারের নির্দেশ রয়েছে। "

ভারতের সংবাদমাধ্যমগুলো সেদেশের সরকারি সূত্রের বরাতে জানায়, পেহেলগাম হামলার পর উস্কানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল, বিভ্রান্তিকর এবং ভারতবিরোধী তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অসামরিক প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ।

নিষিদ্ধ হওয়া ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে: ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, শুনো নিউজ এইচডি, রাজি নামা এবং ইর্শাদ ভাট্টি।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, নিষিদ্ধ হওয়া এই চ্যানেলগুলোর সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ। এখন পর্যন্ত শোয়েব আখতার, বাসিত আলি কিংবা রশিদ লতিফ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।