শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করলেও ঘুরে দাঁড়াতে দেরি করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সমতায় ফিরেছে আজিজুল হাকিম তামিমের দল।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯১ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
জয়ের নায়ক দুইজন—বল হাতে আল ফাহাদ আর ব্যাট হাতে জাওয়াদ আবরার।
প্রথমে বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২১১ রানে গুটিয়ে দেন আল ফাহাদ। মাত্র ৪৪ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। তার গতি আর আগ্রাসনের সামনে ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাতিগালা।
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৫ রানে আউট হয়ে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকি। তবে এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন জাওয়াদ আবরার এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
দুজনে মিলে গড়েন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড— ১৮০ রানের অবিচ্ছেদ্য জুটি। আগের রেকর্ড ছিল এনামুল হক বিজয় ও লিটন দাসের (১৭৯ রান)।
রেকর্ড গড়ার পথে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান জাওয়াদ। ১০৬ বলের ইনিংসে ১৪ চার ও ৬ ছক্কায় ১৩০ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। তার ব্যাট থেকে এসেছে ৯২ রান শুধুই বাউন্ডারিতে, যা যুব পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড। এর আগে পিনাক ঘোষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ রান তুলেছিলেন বাউন্ডারি থেকে।
জাওয়াদের দুর্দান্ত সঙ্গী অধিনায়ক আজিজুল তামিমও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। তিনি অপরাজিত থাকেন ৬৯ রানে।
আগামী ১ মে কলম্বোতেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এমএইচএম