স্বভাবে শান্ত, বিনয়ী বলেই পরিচিত মাহমুদ উল্লাহ রিয়াদ। মাঠের পারফরম্যান্স নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেন না, প্রতিক্রিয়াও দেখান না খুব একটা।
তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ‘অঘোষিত ফাইনালে’ আবাহনীর কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত সইতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে এক দর্শকের কটুক্তিতে ক্ষিপ্ত হয়ে পড়েন মাহমুদউল্লাহ।
অভিযোগ রয়েছে, সেই দর্শক তাকে ‘ভুয়া’ বলে সম্বোধন করেন এবং অশালীন ভাষাও ব্যবহার করেন। মেজাজ হারিয়ে রিয়াদ সরাসরি টানেল ছেড়ে গ্যালারিতে উঠে যান। ওই দর্শকের কাছে গিয়ে প্রতিবাদ জানান। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
ঘটনার আকস্মিকতায় মোহামেডান ক্লাবের কর্মকর্তারাও গ্যালারিতে উঠে রিয়াদকে শান্ত করতে হস্তক্ষেপ করেন। পরে তাকে বুঝিয়ে-সুঝিয়ে মাঠে ফিরিয়ে আনা হয়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই মাহমুদউল্লাহ ব্যাট হাতে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে গিয়েছিলেন। আরিফুল ইসলামের সঙ্গে তার ৫০ রানের ইনিংসেই মোহামেডান ২৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। তবে সেই লক্ষ্যও যথেষ্ট হয়নি আবাহনীর বিপক্ষে।
আবাহনীর হয়ে তিনটি ফিফটিতে ৬ উইকেটের জয়ে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেন জিশান আলম (৫৫), মিথুন (৬৬*) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭৮*)। এটি আবাহনীর ২৪তম ডিপিএল শিরোপা।
এমএইচএম