ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মে ৪, ২০২৫
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন ছবি: সংগৃহীত

গুঞ্জন শোনা যাচ্ছিল, লিটন দাস হতে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। সেটিই সত্যি হলো।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সফরে নেতৃত্বে রয়েছেন লিটন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন দায়িত্বে।  

এই সফরে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার শেখ মাহেদী। আজ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ১৬ সদস্যের এই দল ঘোষণা করেন।  

দলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত। চোটের কারণে শেষ সিরিজে দলের বাইরে থাকা তাওহীদ হৃদয়ও ফিরেছেন দলে। এছাড়া রয়েছেন সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলামও।
 
সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে। আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

একনজরে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।