ভারতের সঙ্গে সংঘাতের পর পিএসএল স্থগিত করে দেয় পাকিস্তান। যদিও পরে আসরটি ফের চালু করা হয়, কিন্তু এই টুর্নামেন্টের পরেই বাংলাদেশ সফর নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বিসিবি জানায়, সফরটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অনুমোদন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে বিসিবি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘আমরা গতকাল এই বিষয়ে (১৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়েছি যেন তারা মন্ত্রণালয়ে পাঠায়। এর আগের দিন উপদেষ্টাকে জানিয়েছিলাম। আজও তার সঙ্গে কথা হয়েছে। ’
সবার সঙ্গে কথা বললেও বিসিবি প্রধানের এখনও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা বাকি রয়েছে, ‘পিএসএল শুরু হয়েছে, আইপিএলও পুনরায় শুরু হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া আদৌ ঠিক হবে কিনা, তা বলা কঠিন। তবে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা পেলে তারপর আমরা খেলোয়াড়দের পাশাপাশি বাকিদের সঙ্গে আলোচনা করব। ’
সরকারের অনুমোদন ছাড়া পাকিস্তান সফরে যাবে না বাংলাদশে। একা তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না জানিয়ে বলেন ‘প্রথমে সরকার অনুমোদন নিতে হবে। এরপর খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। ভেন্যু কিংবা অন্যান্য বিষয়ও দেখা লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ’
পিএসএলের নতুন সূচি চূড়ান্ত করার পর বাংলাদেশ সফরের জন্যও নতুন করে সূচি তৈরি করেছে পিসিবি। এই সূচি অনুযায়ী আগামী ২৭ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ৫ জুন শেষ টি-টোয়েন্টির মাধ্যমে শেষ হবে সিরিজটি।
আরইউ